বিদ্যালয়ের মোট ৩টি ভবন আছে। ২টি নতুন এবং একটি পুরাতন ভবন। ৪টি শ্রেনী কক্ষ ১টি অফিস কক্ষ আছে। ৩টি টয়লেট ২টি টিউবওয়েল আছে। মোট ৬৮ শতক জমি আছে।
বিদ্যালয়টির শত বছর পূর্ণ হয়েছে। বিদ্যালয়টি প্রথমে ১৯১২ সালে দাউদপুর গ্রামের ছতই মিয়ার বাড়িতে বাঁশ ও বেত দ্বারা ঘর তৈরী করে ক্লাস শুরু হয়। পরে মাইজ পাড়ার টঙ্গিতে কিছুদিন পরে টিল্লাবাড়ির টঙ্গিতে, পরবর্তীতে খানে বাড়ি টিনের ঘর দ্বারা স্কুল করে ক্লাস শুরু হয়। বর্তমানে যে স্থানে স্কুলটি আছে, সে জায়গাটি চারাবই গ্রামবাসীরা স্কুলের জন্য দান করেছেন।
প্রাক-প্রাথমিক | প্রথম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
২৩ | ৪২ | ৩২ | ৫৪ | ৩৬ | ১৮ |
৮০% | ৫৬% | ৭৩% | ৬০% | ৫২% | ১০০% |
নাম | পদবী |
মোঃ সামছুল ইসলাম সুনাই | সভাপতি |
মোছাঃ নাছিমা বেগম | সদস্য সচিব |
মোঃ শাহাজান সিরাজ | সহ-সভাপতি |
লুৎফুর রহমান হেলাল | সদস্য |
মোঃ মতছিন আলী | সদস্য |
শিরিন বেগম | সদস্যা |
জলাল উদ্দিন | সদস্য |
সায়রা বেগম | সদস্যা |
মইন উদ্দিন | সদস্য |
হাছনা বেগম | সদস্যা |
সাল | মোট ছাত্র-ছাত্রী | পরিক্ষায় অংশগ্রন | পাশ |
২০০৭ | ৩৭ | ৩৭ | ৩৭ |
২০০৮ | ২২ | ২২ | ১৯ |
২০০৯ | ১৯ | ১৯ | ১৯ |
২০১০ | ২১ | ২১ | ২১ |
২০১১ | ২২ | ২২ | ২২ |
বি গ্রেড থেকে এ গ্রেডে উন্নীতকরণ এবং ছাত্র-ছাত্রীর ইউনিফর্ম ১০০ ভাগ।
অষ্টম শ্রেণীতে উন্নীত করণ, সীমানা প্রাচীর নির্মান, বিদ্যুৎ সংযোগ।
বিয়ানীবাজার থেকে বাস যোগে শেওলা পল্লীবিদ্যুৎ হয়ে সি এন জি যোগে চারাবই স্কুলে আসতে হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস