২০২১-২২ অর্থ বছরে অত্র ইউনিয়ন পরিষদে বিশ্ব ব্যাংক কর্তৃক ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল (বিবিজি+পিবিজি) বাবদ মোট ১০,৩৩,৩০০( দশ লক্ষ তেত্রিশ হাজার তিনশত টাকা) বরাদ্দ প্রদান করা হয়েছে। সেই বরাদ্দ প্রাপ্তির প্রেক্ষিতে নিম্নলিখিত স্কীমগুলো নেওয়া হয়।
০১। তেরাদল আব্দুল কাইয়ুম এর বাড়ির টানিং হইতে সিতু রবি দাসের বাড়ি পর্যন্ত সিসি ঢালাই
০২। উত্তর মহল্লা জামে মসজিদ হইতে খলিল মিয়ার ফার্মেসি পর্যন্ত সিসি ঢালাই
০৩। পারষ্পরিক প্রশিক্ষণ কর্মশালা
০৪।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস