কুশিয়ারা নদীর তীরে সিলেট বিয়ানীবাজার রাস্তার পাশে সমতল ভূমিতে অবস্থিত। ৪২০ ব: মি: একটি দ্বিতল ভবন ও ৮৯৬ ব: মি: একটি দ্বিতল ভবন এর মধ্যে ১৫ টি কক্ষ বিদ্যমান আছে। বর্তমানে আধাপাকা ভবনের প্রায় অর্ধেক ভেঙ্গে নতুন দ্বিতল ভবনের কাজ চলমান প্রক্রিয়ায় আছে |
বিদ্যালয়ের সর্বমোট ভূমি ১.৬৩ একর ০১.০১.১৯৮২ইং তারিখে স্বীকৃতি প্রাপ্ত হয় এবং ০১.০১.১৯৮৪ইং তারিখে ৯ম শ্রেনী খোলার অনুমতি লাভ করে। ০১.০৬.১৯৮৪ইং তারিখে MPOভূক্ত হয়। ০১.০১.১৯৮৭ইং তারিখে বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি লাভ করে। ১৯৮৬ইং হতে এস.এস.সি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহন করে আজ অবধি চলমান আছে এবং প্রতি বৎসর ভাল ফলাফল অর্জন করে। |
শ্রেনী | ছাত্র+ছাত্রী | মোট |
৬ষ্ঠ ক | ০০+৪৫ | ৪৫ |
৬ষ্ঠ খ | ৪৮+০০ | ৪৮ |
৭ম ক | ৪৭+০০ | ৪৭ |
৭ম খ | ০০+৫১ | ৫১ |
৮ম ক | ০০+৫০ | ৫০ |
৮ম খ | ৩৪+০০ | ৩৪ |
৯ম | ৩৪+৫৩ | ৮৭ |
১০ম | ৩৫+৬২ | ৯৭ |
ক্র:নং | নাম | পদবী |
০১ | জনাব আলহাজ্ব মো: সামছ উদ্দিন আহমদ খান | সভাপতি
|
০২ | জনাব মো: নিজাম উদ্দিন | প্র:শি/সম্পাদক |
০৩ | জনাব মাহবুব আহমদ ফখরু | প্রতিষ্ঠাতা সদস্য |
০৪ | জনাব হানিফ আহমদ | দাতা সদস্য |
০৫ | জনাব মো: ফখর উদ্দিন | অভিভাবক সদস্য
|
০৬ | জনাব মো: মতিউর রহমান | অভিভাবক সদস্য |
০৭ | জনাব মো: রফিক উদ্দিন | অভিভাবক সদস্য |
০৮ | জনাব মো: আজিজ উদ্দিন | অভিভাবক সদস্য |
০৯ | জনাব মো: শাহাব উদ্দিন | শিক্ষানুরাগী সদস্য |
১০ | জনাবা জাহানারা বেগম | মহিলা অভিভাবক সদস্য |
১১ | জনাব মো: আব্দুর রাজ্জাক | শিক্ষক প্রতিনিধি
|
১২ | জনাব মো: বশির আহমদ | জনাব মো: বশির আহমদ |
১৩ | জনাবা সাজেদা বেগম | মহিলা শিক্ষক প্রতিনিধি |
সাল | পরীক্ষার্থী | কৃতকার্য | হার |
২০০৭ | ৪০ | ১৮ | ৪৫% |
২০০৮ | ৫০ | ৪১ | ৮২% |
২০০৯ | ৪৮ | ৪২ | ৮৭.৫% |
২০১০ | ৬৫ | ৪৯ | ৭৫.৩৮% |
২০১১ | ৬০ | ৫৬ | ৯৩.৩৩% |
২০১০ সালে জে,এস,সি পরীক্ষায় ০৩ জন সাধারন বৃত্তি পেয়েছে। |
এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীরত আছে। তাছাড়া প্রতি পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল এবং জে,এস,সি পরীক্ষায় প্রায় শতভাগ ফলাফল অর্জন করে। |
এই বিদ্যালয়কে কলেজে রুপান্তর করে এলাকা তথা দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করা। |
সিলেট বিয়ানীবাজার রাস্থায় কাকরদিয়া বাজার ষ্টেশনে নেমে কয়েক কদম পূর্ব দিকে এসে বিদ্যালয়ের গেইট ও রাস্তায় প্রবেশ করে একটু সামনে অগ্রসর হলেই বিদ্যালয়টি পাওয়া যাবে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস