গ্রামঃ বালিঙ্গা, ডাকঃ বালিঙ্গা বাজার, উপজেলাঃ বিয়ানীবাজার, জেলাঃ সিলেট। বিদ্যালয়টি কুশিয়ারা নদীর তীরে অবস্থিত। কর্মরত শিক্ষক ৪ জন। মোট শিক্ষার্থী ১৫০ জন। |
০১/০১/১৯৯১ ইংরোজী সালে বালিঙ্গা গ্রামের কুশিয়ারা নদীর তীরে প্রতিষ্টিত হয় বালিঙ্গা রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি।নদী ভাঙ্গনের শিকার হওয়াতে ২০০১-০২ ইং সালে গ্রামের পশ্চিম ও উত্তর সীমানা বালিঙ্গার রাস্তার পার্শ্বে ও বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের ২০০ গজ পূর্বে গ্রামবাসীর সার্বিক সহযোগীতায় প্রায় ৪৩ শতক জায়গার উপর এলজিইডি এর সহযোগীতায় নতুন ভবন প্রতিষ্টিত হয়। প্রতিষ্টাকালীন সময়ে যারা শিক্ষকতা করেছেন তারা হলেন- (ক) জনাব আব্দুল খালিক- প্রধান শিক্ষক (খ) জনাব আখতার হোসেন খান জাহেদ (বর্তমান ইউ/পি চেয়ারম্যান ৪ নং শেওলা ইউ/পি) (গ) জনাব খয়রুল আলম- সহকারী শিক্ষক। (ঘ) মোছাঃ ওয়াহিদা খাতুন- সহকারী শিক্ষিকা। |
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
১ম | ১২ | ২৭ | ২৯ |
২য় | ১২ | ১৬ | ২৮ |
৩য় | ২০ | ১০ | ৩০ |
৪র্থ | ১৫ | ১৫ | ৩০ |
৫ম | ৬ | ১২ | ১৮ |
নাম | পদবী |
হাজী মোঃ গিয়াস উদ্দিন খান | সভাপতি |
মোঃ খায়রুল আলম | সচিব |
হাফিজ বদরুল হক | দাতা সদস্য |
মোছাঃ খালেদা বেগম | সদস্যা |
হাজী আপ্তাব উদ্দিন খান | সদস্যা |
মোঃ আমিনুল হক | সদস্য, উচ্চ বিদ্যালয় |
মোছাঃ রাহিলা বেগম | সদস্যা বালিঙ্গা, রেজিঃ |
নজমুল ইসলাম খান | শিক্ষানুরাগী সদস্যা |
হাজী দুদু মিয়া খান | সদস্য |
মোঃ নিজাম উদ্দিন খান | সদস্য |
হাজী গনি মিয়াখান | সদস্য |
হাজী হেলালুর রহমান খান | সদস্য |
সন | মোট পরিক্ষার্থী | মোট পাশ | পাশের হার |
২০০৭ | ২৬ | ২৪ | ৯১.৩১% |
২০০৮ | ১৪ | ১২ | ৮৬.০০% |
২০০৯ | ০৭ | ৪ | ৫৭.১৪% |
২০১০ | ১৮ | ১৬ | ৮৯% |
২০১১ | ০৮ | ৭ | ৮৮% |
শতভাগ ভর্তি, ৯৫% ইউনিফর্ম, ৯২% শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করণ। |
সমাপনী পরিক্ষায় পাশের হার শতভাগ নিশ্চিত করা। |
বিয়ানীবাজার হতে সিলেটগামী রাস্তায় শেওলা পল্লিবিদ্যুৎ পয়েন্টে নেমে রিকশা যোগে বালিঙ্গা গ্রামে এসে পায়ে হেটে বিদ্যালয়ে আসা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস