বিদ্যালয়টি ৪নং শেওলা ইউনিয়নের অর্ন্তগত ৫নং শালেশ্বর ওয়ার্ডে অবস্থিত। বিদ্যালয়টিতে একটি দুতলা ভবন ও একটি আধা পাকা ভবন আছে। বিদ্যালয়ের পূর্বদিকে গ্রামের প্রধান রাস্তাউত্তর দিকে ফসলি মাট পশ্চিম দিকে বাড়ি ও দক্ষিন দিকে মসজিদ অবস্থিত।
বিভিন্ন সুত্র থেকে জানা যায় যে, প্রথম অবস্থায় স্কুলটি এম.ই. স্কুল হিসেবে গোবেশ চন্দ্র দেবের বাড়ীতে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে হাজী আতর আলীর বাড়ীতে স্থানান্তরিত হয়। এরপর আজমল আলীর বাড়ীতে অনেকদিন বিদ্যালয়ের পাঠদান চলে। তার পর এলাকার শিক্ষানুরাগী হাজী মক্তার আলী ও হাজী আং রাজ্জাক গং বিদ্যালয়ের জন্য ৩৩ শতাংশ ভূমি দান করলে বর্তমান স্থানে স্থায়ীভাবে কার্যক্রম শুরু হয়। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সকল প্রাথমিক বিদ্যালয় কে জাতীয় করণ করলে এই বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মর্যাদা লাভ করে। বিদ্যালয়তে পড়ুয়া অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রী কর্মক্ষেত্রে উল্লেখ যোগ্য অবদান রেখে চলেছেন। এদের মধ্যে ড. আব্দুস শহীদ, নিউজার্সি, কলেজে অধ্যাপনায় যুক্ত। তাছাড়া ব্যারিস্টার হেলিমুল হক, ব্যারিষ্টার দেলওয়ার হোসেন, ডা. তামান্না আক্তার-এম.বি.বি.এস, এ্যাডভোকেট আব্বাছ উদ্দিন উল্লেখ যোগ্য।
শিশু শ্রেণী | ২০ জন |
১ম শ্রেণী | ৬৪জন |
২য় শ্রেণী | ৪৫ জন |
৩য় শ্রেণী | ৫৩ জন |
৪র্থ শ্রেণী | ৪৪ জন |
৫ম শ্রেণী | ২৫ জন |
মোট | ২৫১ জন |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | হাজী আব্দুল হামিদ। | সভাপতি |
০২ | আব্দুল জলিল চৌঃ | সহ-সভাপতি |
০৩ | হাজী আং রাজ্জাক | জমিদাতা সদস্য |
০৪ | এলিজা বেগম | বিদুৎসাহী সদস্যা |
০৫ | হাজী আং মতিন | বিদুৎসাহী সদস্য |
০৬ | হাজী ছিদ্দেক আলী | ইউ/পি সদস্য |
০৭ | ছবিনা বেগম | অভিভাবক সদস্য |
০৮ | শারমীন বেগম রুমি | অভিভাবক সদস্য |
০৯ | জহুরা সুলতানা সুমা | শিক্ষক প্রতিনিধি |
১০ | হেলাল আহমদ | মেধাবী সদস্য |
১১ | নজরুল হক | মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি |
১২ | মোঃ শাহীন আহমদ | সদস্য সচিব |
সাল | পাশের হার |
২০০৭ | ৯৫% |
২০০৮ | ৯২% |
২০০৯ | ৬৫% |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
২০১০-২০১১ সালের সমাপনী পরিক্ষায় পাশের হার ১০০%
(ক) শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা।
(খ) পাশের হার শতভাগ অক্ষুন্ন রাখা।
(ক) উপজেলা সদর থেকে শেওলা পল্লিবিদ্যুত হয়ে ।
(খ) উপজেলা সদর হতে বৈরাগী বাজার হয়ে জলপথে শালেশ্বর বাজার পর্যন্ত
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস