এটি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অর্ন্তগত ৪ নং শেওলা ইউডিনয়নে দত্তগ্রাম চকে অবস্থিত। বিদ্যালয়ের দখলকৃত জমির পরিমাণ ৩৮ শতাংশ । |
প্রথম অবস্থায় গ্রাম বাসীর পক্ষ থেকে ৩৮ শতাংশ জমিদান করে বাশ বেত ও খড়ের চালা দিয়ে স্কুল গৃহ নির্মান করা হয়েছিল। সে সময় ১ম শ্রেনী হতে ৫ম শ্রেনী পর্যন্ত চালু ছিল এবং শিক্ষার্থী সংখ্যা ছিল ১৩০ জন। পরবর্তীতে ১ জানুয়ারী ১৯৯১ সাল হতে বিদ্যালয়ের শিক্ষক গন সরকাত্ম কর্তৃক রেজিষ্ট্রেনের মাধ্যমে অনুমোদিত হয়। প্রথমে ৫০০ টাকা হারে শিক্ষাভাতা পাওয়া যেত। শিক্ষক সংখ্যা ছিল ০৪ জন,প্রতিষ্টাকালীন প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহিদ। |
শ্রেণি | বালক | বালিকা | মোট |
|
১ম | ৩৯ | ৩১ | ৭০ | |
২য় | ২৪ | ১৮ | ৪২ | |
৩য় | ২০ | ৩১ | ৫১ | |
৪র্থ | ১৮ | ২৫ | ৪৩ | |
৫ম | ০৯ | ২০ | ২০ | |
মোটঃ | ১২৮ | ১৪৭ | ২৭৫ |
সাল | ডি আরভুক্ত | অংশগ্রহনকারী | কৃতকার্য | হার |
২০০৭ | ১৭ | ১৭ | ১৭ | ১০০% |
২০০৮ | ১৪ | ১৪ | ১২ | ৯০% |
২০০৯ | ০৭ | ০৭ | ০৫ | ৭১% |
২০১০ | ২০ | ২০ | ১৯ | ৯৫ % |
২০১১ | ১৭ | ১৭ | ১৪ | ৮২% |
বিদ্যালয়টি প্রতিষ্টার পর থেকে অত্র এলাকায় দিন দিন শিক্ষিতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । বিভিন্ন সালে টেলেন্টফুল সাধারণ কোটায় প্রাথমিক বৃত্তি লাভ করে আসছে । |
শতভাগ ভর্তিকৃত শিশুদের প্রাথমিক শিক্ষাক্রম সমাপ্ত করা- যাতে প্রাথমিক স্থরের প্রান্তিক যোগ্যতা সমূহ অর্জন করে বাস্তব জীবনের সাথে শিশুরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে ।
|
বিদ্যালয়টি সুগম এলাকায় অবস্থিত । বিয়ানীবাজার থেকে বড় বাড়ির রাস্থা, এবং রাস্থার ডান পাশে বিদ্যালয় ।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস