৪নং শেওলা ইউনিয়নের কাকরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৫২ সালে ১৬ শতক জমির উপর স্থাপিত হয়। এই বিদ্যালয়টি উপজেলা-থেকে ছয় কি: মি: উত্তর পূর্ব দিকে অবস্থিত। বিদ্যালয়টিতে ২টি ভবন, একটি আধা পাকা ও একটি পাকা ভবন আছে। বিদ্যালয়টিতে ৭টি পদ আছে। এর মধ্যে ৪টি রাজস্ব ও তিনটি পি, ই, ডি, ডি পদ আছে। বর্তমানে ছয়জন শিক্ষক কর্মরত আছেন। একটি পদ শূন্য। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা ২৩৭ জন। বিদ্যালটি ২ শিফটে পরিচালিত হয়। বিদ্যালয়টি Aগ্রেডের অন্তর্ভূক্ত। |
১৯৪০ সালে ছাদ হোসেন খানের উদ্যোগে নিজের অর্থ ব্যয় করে নিজের বাড়ীর টংগীতে এলাকার ছেলেমেয়েদের নিয়ে বিদ্যালয়টি চালু করেন। পরবর্তীকালে ছাদ হোসেন খানের বাবা ও চারজন চাচার নামের ১৬ শতক জমি বিদ্যালয়কে দান করেন। তখন বিদ্যালয়টি টংগীর ঘর থেকে দানকৃত জমিতে স্থানান্তরিত করেন। পরবর্তীতে ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। |
শ্রেণি | বালক | বালিকা | মোট |
শিশু শ্রেণী: | ১৬ | ০৮ | ২৪ |
১ম | ২১ | ২৩ | ৪৪ |
২য় | ২৭ | ১৯ | ৪৬ |
৩য় | ২৭ | ২০ | ৪৭ |
৪র্থ | ২০ | ১৯ | ৩৯ |
৫ম | ১৪ | ২৩ | ৩৭ |
মোটঃ- | ১২৬ | ১১২ | ২৩৭ |
ক্রমিক | নাম | পদবি |
০১ | হেদায়াতুল ইসলাম | সভাপতি |
০২ | তাজুল ইসলাম | সহ-সভাপতি |
০৩ | আব্দুর রব | অভি: সদস্য |
০৪ | ফখর উদ্দিন | ইউ, পি সদস্য |
০৫ | রছনা বেগম | বিদ্যোৎ সাহী সদস্য |
০৬ | আফিয়া বেগম | মেধাবী অভি: সদস্য |
০৭ | সুফিয়া বেগম | অভিভাবক সদস্য |
০৮ | লাইলি বেগম | অভিভাবক সদস্য |
০৯ | আব্দুল হেকিম | উচ্চ বিদ্যা: শিক্ষক প্রতিনিধি সদস্য |
১০ | শাহাজাদী খালেদা আক্তার | প্রাথ: বিদ্যা: শিক্ষক প্রতিনিধি |
১১ | মনোরমা বসাক | সদস্য সচিব |
১২ | জমি দাতা নাই |
|
সাল | অংশগ্রহণকারী | উত্তীর্ণ | পাশের হার |
২০০৭ | ৩৭ | ৩০ | ৮১% |
২০০৮ | ৩০ | ২৯ | ৯৬% |
২০০৯ | ২১ | ২০ | ৯৫% |
২০১০ | ২৬ | ২৫ | ৯৬% |
২০১১ | ২৯ | ২৬ | ৯৩% |
সন | ট্যালেন্ট বৃত্তি | সাধারন বৃত্তি |
২০০৯ | ১ জন | বি |
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০০৯ইং সালে নুসরাত জামান চাদনী উপজেলা মেধা তালিকায় ১০ম স্থান অধিকার করে ট্যালেন্ট বৃত্তি লাভ করে। |
ঝরে পড়া রোধ করণ ও ১০০% ফলাফল নিশ্চিতকরণ।
বিয়ানীবাজার উপজেলা থেকে সিলেট যাওয়ার পথে কাকরদিয়া মাইজভাগ বড় মসজিদে নেমে পায়ে হেঁটে পূর্ব দিকে যেয়ে হাতের বামদিকে অবস্থিত। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস