বিদ্যালয়টি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত ৪নং শেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিগলবাক গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের জমির পরিমান ৫৭ শতাংশ। ভবন ৩টি যার দুটি-ই অকেজ। যেটি ভাল সেটিতে শ্রেণী পাঠদান পরিচালিত হয়। শেণীকক্ষ ৩টি, অফিস কক্ষ ১টি। অনুমোদিত পদসংখ্যা ৫টি, কর্মরত শিক্ষক ২জন, শুণ্য পদ ৩টি।
১৯৭২ সালের মার্চ মাসে গ্রামের গণ্যমান্য ব্যক্তি আলোচনার মাধ্যমে ১টি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহন করেন। অবশেষে সর্বসম্মতিক্রমে ১টি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সিন্ধান্ত গৃহীত হয়। বিদ্যালয়টি ০১/০৭/১৯৭৩ সালে জাতীয়করণ হয়।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
শিশু শ্রেণী | ১১ | ১৪ | ২৫ |
১ম | ৪৩ | ২৮ | ৭১ |
২য় | ৩৬ | ৩৯ | ৭৫ |
৩য় | ৪৩ | ৫০ | ৯৩ |
৪র্থ | ৩৭ | ৫৮ | ৯৫ |
৫ম | ১৮ | ৩৮ | ৫৬ |
মোট | ১৮৮ | ২২৭ | ৪১৫ |
সাল | ডি আরভুক্ত | অংশগ্রহনকারী | কৃতকার্য | হার |
২০১২ | ৪২ | ৩৯ | ৩২ | ৯৩% |
২০১১ | ৩৩ | ৩০ | ৩৯ | ৯৪% |
২০১০ | ৩০ | ২৭ | ২১ | ৮৯% |
২০০৯ | ২৮ | ২৭ | ২৬ | ৯৫% |
২০০৮ | ২৫ | ২০ | ১৯ | ৯৮% |
বিদ্যালয় স্থাপনের পর থেকে দিন দিন শিক্ষিতের হার বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সালে ট্যালেন্টপুলে বৃত্তি ও সাধারণ বৃত্তি লাভ করেছে।
ভবিষ্যত পরিকল্পনাঃ শতভাগ ভর্তি নিশ্চিত করা, শিশুরা প্রাথমিক স্থরের প্রান্তিক যোগ্যতা সমূহ অজর্ন করতে পারে তার ব্যবস্থা করা, বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে পরিনত করা।
বিদ্যালয়টি দুর্গম এলাকায় অবস্থিত। বিয়ানীবাজার উপজেলা সদর থেকে বাস যোগে ১৬ কি.মি দুরে শেওলা পয়েন্টে নেমে পায়ে হেটে ২৫ মিনিটে বিদ্যালয়ে পৌছতে হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস