বিদ্যালয়টির নাম নেরাউদি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিন ভাগ গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের সামনে রয়েছে ছোট খেলার মাঠ। বিদ্যালয়ের ২টি ভবন রয়েছে। ১টি সেমি পাকা, অপরটি পাকা। ৬টি শেণী কক্ষ, ১টি অফিস কক্ষ, ২টি শৌচাগার রয়েছে। আসবাব পত্রের মধ্যে রয়েছে ১৫টি চেয়ার, ৪টি ফ্যান, ৫টি আলমারী, ১টি শেল্প। ৫২টি উচু বেঞ্চ, ৫২টি নিচু বেঞ্চ, ৯টি টেবিল, শিক্ষা উপকরণ আরোও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে। |
নেরাউদি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দক্ষিনভাগ এলাকার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভুমিকা পালন করছে। বিদ্যালয়টি প্রথমে ছিল ২২ শতক ভুমির উপরে কুশিয়ারা নদীর পাশে। নদী ভাঙ্গনের কারণে বিদ্যালয়টি বিলীন হয়ে গিয়েছিল। পরবর্তীতে স্থানীয় জনগনের উদ্যোগে ১৯৮৯ সালে ১৬ শতক ভূমির উপর বিদ্যালয়টি স্থানান্তরিত করা হয়। জমি দাতা হলেন –আব্দুল জব্বার, গ্রামঃ শালেশ্বর। প্রথমে বাশেঁর বেড়া এবং টিনের চাল দিয়ে বিদ্যালয়টি নির্মান করা হয়। পরবর্তীতে সরকারীভাবে সেমি পাকা করণ কারা হয়। ২০০৯ সালে বিদ্যালয়টি পুনঃনির্মান করা হয়। বিদ্যালয়টিতে ২টি ভবন রয়েছে। বর্তমানে নতুন ভবনটিতে ওয়ারিং করা আছে। কিন্তু বিদুৎ সংযোগ পাওয়া যাইতেছে না। বিদ্যালয়টিতে শিক্ষক পদ মাত্র ৩টি, ছাত্র –ছাত্রীর সংখ্যা ১৪৩ জন। |
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
শিশু শ্রেণী | ২ | ৪ | ৬ |
১ম | ১৪ | ১৮ | ৩২ |
২য় | ১২ | ১৩ | ২৫ |
৩য় | ১৩ | ২৭ | ৪০ |
৪র্থ | ১০ | ১২ | ২২ |
৫ম | ১০ | ৮ | ১৮ |
মোট | ৬১ | ৮২ | ১৪৩ |
ক্রমিক নং | সদস্যর নাম | পদবী |
০১ | হাজী মোঃ নুরুল ইসলাম খান | সভাপতি |
০২ | ছাদ উদ্দিন | সহ-সভাপতি |
০৩ | কাজী লুৎফুল কবির | সচিব |
০৪ | হাবিব খান | বিদ্যুসাহী সদস্য |
০৫ | মিজানুর রহমান আখন্দ | মাধ্যমিক শিক্ষক প্র.নি. |
০৬ | আছমা বেগম | মহিলা বিদ্যুসাহী |
০৭ | হাসনা বেগম | মহিলা অভিভাবক |
০৮ | মকবুল হোসেন | সদস্য |
০৯ | আব্দুস শহিদ | সাধারণ অভিভাবক |
১০ | জয়নাল আবেদীন | ইউ/পি সদস্য |
১১ | মুহিত হোসেন | সদস্য |
১২ | মমতাজ বেগম চৌধুরী | শিক্ষক প্রতিনিধি |
সাল | শিক্ষার্থীর সংখ্যা | পাশ | শতকরা |
২০০৭ | ১৫ | ১৪ | ৯৫% |
২০০৮ | ১৭ | ১৫ | ৯০% |
২০০৯ | ১৬ | ১৬ | ১০০% |
২০১০ | ১৩ | ১২ | ৯২% |
২০১১ | ১৭ | ১৪ | ৮২% |
ক্রমিক | সাল | বৃত্তির ধরণ | সংখ্যা |
০১ | ২০০৮ | সাধারণ | ১টি |
০২ | ২০০৯ | স্থানীয় বৃত্তি | ২টি |
০৩ | ২০১০ | স্থানীয় বৃত্তি | ১টি |
০৪ | ২০১১ | ফলপ্রকাশ হয়নি |
|
এই বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রী লেখা পড়া করে সরকারের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্টানে কর্মরত আছেন। এই বিদ্যালয়ের ছাত্র জনাব মাহতাব উদ্দিন, স্বাধীনতা পরবর্তী সময়ে জাসদ থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে ছিলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন ত্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করে সাফল্য অর্জন করেছে। শিক্ষার্থীরা উপজেলায় বিভিন্ন জাতীয় দিবসে কুচকাওয়াজে অংশগ্রহন করেছে।
ভবিষ্যৎপরিকল্পনা হল বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয়ে রুপান্তরিত করা। এজন্য বিদ্যালয়ে একটি শিক্ষক পদ সৃষ্টি করা প্রয়োজন। কারণ শিক্ষার্থীর তুলনায় শিক্ষক কম। শিক্ষক আরোও একজন হলে মানসম্মত শিক্ষা দেওয়া যাবে। এবং শিক্ষার মান আরোও বৃদ্ধি পাবে। এলাকার জনসাধারণকে উদ্ধুক্ত করণের মাধ্যমে ফিডিং কার্যক্রম ও উপস্থিতির উপর পুরষ্কারের ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপজেলা সদর থেকে সিএনজি/বাস/রিক্সা যোগে নেরাউদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসা যায়। উপজেলা থেকে দুরত্ব প্রায় ১০ কি.মি.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস