শেওলা উচ্চ বিদ্যালয় টি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের দিগলবাক গ্রামে অবস্থিত।ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৫৪ জন। শিক্ষক শিক্ষিকা ৭ জন। এটি ৮ম শ্রেণী পর্যন্ত শ্রেণী কার্যক্রম পরিচালনা করছে। বিদ্যালয়টির ৫ টি কক্ষ এবং ৭৫ শতক ভুমির উপর অবস্থিত। একটি নতুন বিল্ডিং এবং এমপিও ভুক্তি করা প্রয়োজন।
দেশ স্বাধীন হওয়ার পর শেওলা অঞ্চলে একটি উচ্চ বিদ্যালয়ের খুবই প্রয়োজন ছিল। অথচ স্বাধীন দেশ হওয়ার ৪২ বছর পর ২০১১ সালের ইউপি নির্বাচনের পর ইউপি সদস্য জনাব মাহমুদুল হাসান এরশাদ এককভাবে বিদ্যালয় প্রতিষ্টার উদ্যোগ নিয়ে এলাকার বিশিষ্ট ব্যাক্তি জনাব আলী সালেহ, নুরুল ইসলাম তোতা, হাজী আব্দুস শহীদ, আলা উদ্দিন , আমির উদ্দিন, বেলাল আহমদ, নিজাম উদ্দিন, রাজু মিয়া, আব্দুল মন্নান, নাসির উদ্দিন, তাজুল ইসলাম, আলাউদ্দিন, ক্বারী আব্দুল জব্বার, আজির উদ্দিন, নুরুদ্দিন (সাবেক চেয়ারম্যান) ফখরুল ইসলাম, শিপন আহমদ, হেলাল আহমদ, করিম মিয়া, আব্দুল হাফিজ এবং এলাকার যুব সমাজ কে নিয়ে দিগলবাক যুব উন্নয়ন সংঘ স্থাপন করেন। এই এবং এই দিগলবাক যুব উন্নয়ন সংঘের মাধ্যমে শেওলা উচ্চ বিদ্যালয়ের বাস্তবায়ন হয়। বিদ্যালয়ের জন্য নিঃস্বার্থভাবে ৭৫ শতাংশ ভুমি দান করেন একই গ্রামের বিশিষ্ট দানবীর ব্যাক্তি মরহুম আব্দুল সো্বহান সাহেবের পুত্রদ্বয়গণ। বিদ্যালয় কে আর্থিক ভাবে সহযোগিতা করছেন দিগলবাক ঢেউনগর দত্তগ্রাম আদর্শ গ্রাম, পাতন দেউলগ্রাম, দাসপাড়া গ্রামের বাসিন্দারা। বিশেষ করে ইজ্জাদ আলী, আলা উদ্দিন, আমির উদ্দিন, সাব মিয়া, বেলাল আহমদ বাপ্পি মিয়া, মদনী মিয়া, জামাল মিয়া, এমাদ মিয়া, মমশাদ হোসেন, আব্দুল মফিজ, মামুন আহমদ আরও নাম নাজানা প্রবাসীরা বিদ্যালয়ের আর্থিক যোগান দিচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এর সহযোগীতায় বিগত ০১/০১/২০১৩ ইং তারিখে বিদ্যালযটি নিম্ন মাধ্যমিকের পাঠ দানের অনুমতি লাভ করে।
নাম | পদবী |
আলী সালেহ | সভাপতি |
এস.এম আলমগীর | সদস্য সচিব |
মাহমুদুল হাসান এরশাদ | ইউপি/সদস্য |
লুৎফুর রহমান রাজু | বিদ্যুৎসাহী সদস্য |
নুরুল ইসলাম তোতা | অভিভাবক সদস্য |
হাজী আং শহিদ | সাধারন সদস্য |
নাসির উদ্দিন | সাধারন সদস্য |
ক্বারী আব্দুল জব্বার | সাধারন সদস্য |
আব্দুল মন্নান | অভিভাবক সদস্য |
তাজুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি |
আলা উদ্দিন | সাধারন সদস্য |
নিজাম উদ্দিন | সাধারন সদস্য |
মাধ্যমিক শিক্ষারক্ষেত্রে আধুনিক মান সম্পন্ন যুগপোযোগী শিক্ষার প্রসারের ক্ষেত্রে বিদ্যালয়টিকে ক্রমান্বয়ে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী ৯ম ও ১০ম সহ উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নতি করা।
বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বাস যোগে শেওলা পল্লি বিদ্যুৎ নেমে দক্ষিণ দিকে ঢেউনগর দিগলবাক বালিঙ্গা রাস্তা দিয়ে পায়ে হেটে অথবা রিক্সায় দিগলবাক শাহজালাল বাজার সংলগ্ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস