Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে শেওলা ইউনিয়ন

কালেরস্বাক্ষী বহনকারী কুশিয়ারা নদীর তীরে ঘেসে গড়ে  উঠা শেওলা ইউনিয়ন পরিষদ বিয়ানীবাজার উপজেলার একটিঐতিহ্যবাহী ইউনিয়ন ।সময়ের সাথে সাথে আজ শেওলা ইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তায় বিয়ানীবাজার উপজেলার মধ্যে অন্যতম শ্রেষ্টত্ত্বের দাবীদার।

শেওলা ইউনিয়ন পারষদ সম্পর্কিত তথ্যদি

নামঃ  ৪নং শেওলা ইউনিয়ন পরিষদ।

আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)

লোকসংখ্যা – ২৪৫৩৬ জন  (জন্ম নিবন্ধন রেজিষ্টার অনুযায়ী)

নারীঃ ১২৪৫৮, পুরুষঃ ১২০৭৮ জন।

গ্রামের সংখ্যা – ১৪ টি।

মৌজার সংখ্যা – ৫ টি।

হাট/বাজার সংখ্যা -২ টি।

উপজেলা/থানা সদর থেকে যোগাযোগ মাধ্যমঃ

বিয়ানীবাজার উপজেলা থেকে বাস/সিএনজি অটো/রিক্সা যোগে মাত্র ৫ কি.মি দুরবর্তী শেওলা ইউনিয়নে আসা যায়। ইউনিয়ন পরিষদ টি রাস্তার পাশে কাকরদিয়া-তেরাদল বাজার এবং কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয় সংলগ্ন অবস্থিত।

শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ১৪ টি,

উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ১টি।

মাদ্রাসা- ৪টি।

বর্তমান চেয়ারম্যানঃ –জনাব হাজী আখতার হোসেন খান জাহেদ।

ইউপি ভবন স্থাপন কাল – ১৬/০২/২০০৮ইং।

গ্রাম সমূহের নাম –

১ নং ওয়ার্ডে অবস্থিত গ্রাম সমূহঃ ঢেউনগর, দত্তগ্রামচক,

২ নং ওয়ার্ডে অবস্থিত গ্রাম সমূহঃ দিগলবাক,

৩ নং ওয়ার্ডে অবস্থিত গ্রাম সমূহঃ বালিঙ্গা,

৪ নং ওয়ার্ডে অবস্থিত গ্রাম সমূহঃ চারাবই,

৫ নং ওয়ার্ডে অবস্থিত গ্রাম সমূহঃ শালেশ্বর,

৬ নং ওয়ার্ডে অবস্থিত গ্রাম সমূহঃ কোনাশালেশ্বর, ঘড়ুয়া,

৭ নং ওয়ার্ডে অবস্থিত গ্রাম সমূহঃ কাকরদিয়া,

৮ নং ওয়ার্ডে অবস্থিত গ্রাম সমূহঃ তেরাদল,

৯ নং ওয়ার্ডে অবস্থিত গ্রাম সমূহঃ আলীপুর, দক্ষিনভাগ,

ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারীঃ

নির্বাচিত পরিষদ সদস্যঃ১৩ জন।

ইউনিয়ন পরিষদ সচিবঃ১ জন।

ইউনিয়ন গ্রাম পুলিশঃ৯ জন।

দফাদারঃ ১ জন।