১৯৬০ ইংরেজী সালে ১৮টি গ্রাম এবং ০৩টি ১১ ওয়ার্ড নিয়ে শেওলা ইউনিয়ন পরিষদ গঠিত হয়। গ্রাম সমূহ- ঢেউনগর, দিগলবাক, বালিঙ্গা, চারাবই, শালেশ্বর, কোনা শালেশ্বর, কাকরদিয়া, তেরাদলও দক্ষিন ভাগ। প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেনঃ জনাব রাহিব আলী। ইউনিয়নের প্রায় মাঝামাঝি দিয়ে কুশিয়ারা নদী প্রবাহিত হয়েছে। কুশিয়ারা নদীর পূর্বে ৩টি গ্রাম এবং পশ্চিমে ০৬টি গ্রাম নিয়ে শেওলা ইউনিয়ন অবস্থিত।
গ্রাম সমূহঃ
ঢেউনগর, দত্তগ্রাম, দিগলবাক, বালিঙ্গা, চারাবই, দাউদপুর, শালেশ্বর, ঘড়ূয়া, কোনা শালেশ্বর, কাকরদিয়া তেরাদল, আলীপুর, গাংকুল, দক্ষিন ভাগ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS