Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কাজে এসে মারা গেছেন ইউপি সচিব।
Details

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে কাজে এসে মারা গেছেন এক ইউপি সচিব। হারাধন সুত্রধর (৫৫) নামের ওই সচিবের বাড়ি বাঞ্ছারামপুর পৌর শহরের সুত্রধর পাড়ায়। মঙ্গলবার দুপুর ৩ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় হারাধনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: রুহুল আমিন এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিন সারোয়ার সেখানে ছিলেন। হারাধন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। গত ৯ ই মে বাঞ্ছারামপুরের রুপসদী ইউনিয়ন থেকে তাকে সরাইল উপজেলার শাহবাজপুরে বদলী করা হয়। তার মৃত্যুর পর খবর ছড়ায়, শারিরীক ভাবে অসুস্থ হারাধন তার বদলীর বিষয়ে প্রশাসনের পদস্থ এক কর্মকর্তার সাথে স্বাক্ষাত করতে গিয়েছিলেন। সেসময় বদলীর তদবীর করায় তাকে কড়া ধমক দেয়া হয়। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

তবে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল জানান, সচিব পরিষদের কাজে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন। 


নিহতের ছেলে তুষার সুত্রধর জানান, তার বাবা সোমবার বাড়ি থেকে শাহবাজপুর যান। তিনি অসুস্থ ছিলেন।


বিজ্ঞাপন


হার্টের সমস্যা ছিলো। এরমধ্যেই তাকে বাঞ্ছারামপুর থেকে শাহবাজপুর বদলী করা হয়। দুপুরে তার বাবা অসুস্থ এবং পরে মৃত্যুর খবর পান। 


হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুজ্জামান জানান, দুপুর ৩ টায় হারাধন সুত্রধরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তখন তার ইসিজি করে কোন সারা পাওয়া যায়নি। 


অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: রুহুল আমিন হাসপাতালে সাংবাদিকদের জানান, দুপুর আড়াইটার দিকে তিনি  অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ৩ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার আগে থেকেই হার্টের সমস্যা ছিলো। বাইপাস সার্জারি করা ছিল।

Images
Attachments
Publish Date
07/06/2022